স্বপ্নে কোন বাণী বা রচনা করতে দেখলে এমন বাণী বা রচনা ইসলাম সম্মত না হলে তা অবশ্যই পরিত্যাজ্য। আর ইসলাম সম্মত হলে নিজে এর উপর আমল করলে তা জায়েয হবে। তবে এটা কোন জায়গায় দলিল হিসাবে ব্যবহার করা যাবেনা, আর এমন আমল করতে কাউকে বাধ্যও করা যাবেনা। আর স্বপ্নে আপনি কী দেখেছেন, কখন দেখেছেন কিছুই উল্লেখ করেন নি। শুধু একটা মাসআলা জানতে চেয়েছেন। ভাল কোন বাণী না মন্দ তা উল্লেখ করেন নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ