শেয়ার করুন বন্ধুর সাথে

মোরগের ডাক দেয়ার একটা অর্থ হচ্ছেÑনিজ তল্লাটের সার্বভৌমত্ব দাবি করা। তাকে একসঙ্গে বেশ ক’টা ডিমপাড়া মুরগির পালের দেখাশোনা করতে হয়। ডাক দিয়ে সে তার উপস্থিতি জানান দেয় এবং বলে দেয় এই তল্লাটে কেউ এসো না। মোরগ সাধারণত চারমাস বয়স হবার আগে ডাক দেয়ার ক্ষমতা অর্জন করে। ভোরবেলা ছাড়াও তারা অনেক সময় দিনেরবেলাতেও ডাক দেয়। উল্লেখ করা যেতে পারে যে, প্রায় ৪ হাজার বছর আগে মোরগ-মুরগি মানুষের পোষ মেনে গৃহপালিত হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় তাদের ডেকে ওঠার ব্যাপারটা জিনগতভাবে প্রোগ্রাম করা। এটাই তাদের জৈবিক ঘড়ি বা দেহঘড়ি হিসেবে কাজ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ