আমরা নব দম্পতি। আমরা বাচ্চা নিব ১বছর পর ইনশাল্লাহ। এই জন্য আমার স্ত্রীকে ফেমিকন খাওয়াচ্ছি। এতে কি পরবর্তীতে বাচ্চা নিতে আমাদের সমস্যাসমস্যা হবে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

ফেমিকন পিল সেবনের ফলে পরবর্তীতে

গর্ভবতী হতে কোনো নীতিবাচক ভুমিকা

রাখে না, যদিও কিছু গবেষনা অনুসারে

পরোক্ষভাবে কিছুটা প্রভাব ফেলে। তবে

এ পিল সচারচর এবং সাধারণত কারো

সমস্যা হয় না সুতরাং  সেবন করানো

যেতে পারে, তবে উল্লেখ্য, এ পিল সবার

শরীর মানিয়ে নিতে পারে না। 

পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রচুর আক্রমন করে, বিশেষ

করে প্রথম সেবনের দিকে, পরবর্তীতে অভ্যাসে

পরিণত হলে তেমন কোনো সমস্যা হয় না

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ