Junait

Call

হ্যাঁ,  যৌন মিলনের ফলে বাচ্চা হওয়ার যথেষ্ঠ

সম্ভবনা রয়েছে নব দম্পত্তির ক্ষেত্রেও।

এক্ষেত্রে ফেমিকন পিল সেবন করিয়ে

গর্ভরোধ করা যাবে। 

মাসিক শুরু দ্বিতীয় দিন থেকে

যতদিন পর্যন্ত বাচ্চা নিতে না চান, ততদিন

পর্যন্ত ফেমিকন খাওয়া চালিয়ে যেতে হবে।


সহবাস করলেও প্রতিদিন 1 টা করে খেতে

হবে, সহবাস না করলেও প্রতিদিন 1 টা

করে খেতে হবে, প্রতিরাতে।

কোন কারনে 1 দিন খেতে ভুলে গেলে

পরের দিন দুইটা একসাথে খেতে হবে।



যতদিন বাচ্ছা নিতে

না চান ততদিন পর্যন্ত একটানা খেতে হবে

কোন সমস্যা হবেনা।


এই জীতায় ঔষধ নিরাপদ পরবর্তীতে যখন

বাচ্ছা নিতে চাইবেন ফেমিকন খাওয়ানো

বন্ধ করে দিলে বাচ্ছা নিতে গর্ভাশয় উন্মুক্ত

হয়ে যাবে।


সঠিক সময়ে মাসিক হয়ে যাবে, মাসিক

চলাকালীন খয়েরি বড়ি সিরিয়াল অনুযায়ী

খেতে হবে।


পুরোপুরি বিস্তারিত জানার জন্য 30 টাকা

দিয়ে 1 প্যাকেট ফেমিকন কিনুন, দেখুন

ঔ প্যাকেটের ভিতর ছবি সহ বিস্তারিত

লিখা আছে।


বিঃদঃ কোন বিরতি দেওয়া যাবেনা, সহবাস

হলেও খেয়ে যেতে হবে, সহবাস না হলেও

চালিয়ে যেতে হবে। ( ফেমিকন) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যা অবশ্যই সম্ভাবনা আছে। আপনি যদি এখন বাচ্চা নিতে না চান,, তাহলে কনডম ব্যবহার করতে পারেন, এটাই হলো সবচেয়ে নিরাপদ ও স্বাস্থকর উপায়।। এছাড়াও আপনি ভালো কোন ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার স্ত্রীকে নিয়মিত পিল খাওয়াতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ