আমার ১টা ১৬ জিবি মেমোরি সব মোবাইলে আসে কিন্তু কোনো ফাইল আসেনা মেমোরির ডিটেইলস দেখলে দেখায় মেমোরি কার্ড ১১ জিবি লোড আছে। কিন্তু ফরম্যাট দিতে গেলে ফরম্যাট হয়না লিখা উঠে Error কম্পিউটারেও ফরম্যাট দিলে ফরম্যাট হয়না। এখন আমি মেমোরি কার্ডটা পেতে চাই এখন কি করতে হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে

আমাদের অনেকের ই মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। >>>ডাউনলোড করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

শুধু অডিও-ভিডিও আছে এ রকম মোবাইল দিয়ে ফরমেট করে দেখেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mh Sakil

Call

প্রথমে কার্ড

রিডারে মেমোরি কার্ড

ঢুকিয়ে কম্পিউটারে

সংযোগ দিন।

এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট

মেনুতে গিয়ে cmd লিখুন। এতে

আপনার স্টার্ট মেনুর উপর দিকে

কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে।

এখন এর ওপর ডান বোতাম চেপে

Runasadministrator নির্বাচন করে:

সেটি খুলুন। কমান্ড প্রম্পট চালু হলে

এখানে chkdskmr লিখে enter-এ ক্লিক

করুন। এখানে m হচ্ছে মেমোরি

কার্ডের ড্রাইভ । কম্পিউটারে

কার্ডের ড্রাইভ লেটার যেটি

দেখাবে সেটি এখানে লিখে

চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে

দিন। এখানে convertlostchainsto

files বার্তা এলে y চাপুন। তারপর

মেমোরি কার্ড যদি invalid

filesystem দেখায় তাহলে সেটির

ড্রাইভের ডান ক্লিক করে Format-

এ ক্লিক করুন। File

system থেকে FAT নির্বাচন করে Quick

format-এর টিক চিহ্ন তুলে

দিয়ে Format-এ ক্লিক করুন।

Format হয়ে যাবে, এবং মেমোরিটিও ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ