CPU আর প্রসেসর কি এক জিনিস??
ক্লক স্পিড ১.৯Ghz হওয়ায় ল্যাপটপ কি স্লো করে??
৪জিবি থেকে ৮জিবি র‍্যাম করলে কি এর সমাধান পাওয়া যাবে??image

Share with your friends
Unknown

Call
CPU আর প্রসেসর বলতে গেলে একই জিনিস, এক বা একাধিক প্রসেসর নিয়েই CPU গঠিত।
ক্লক স্পিড কম্পিউটার স্লো হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেনা, কম্পিউটারের স্পিড প্রধানত আপনার র‍্যাম, মাদারবোর্ড ও প্রসেসরের উপরই নির্ভর করে।

৪ জিবি র‍্যামের তুলনায় ৮ জিবি র‍্যামের কম্পিউটার অবশ্যই অধিক কার্যকরী, সম্ভব হলে আপগ্রেড করে নিন।
Talk Doctor Online in Bissoy App