মেগাবাইট ছাড়া কোন টিভি কার্ড ল্যাপটপ এ বিভিন্ন চ্যানেল দেখার নিয়ম। আর কার্ডের দাম কত হবে। আর মেয়াদ কত দিন থাকবে । অন্য কোন উপায় আছে ল্যাপটপ এ বিভিন্ন চ্যানেল দেখার।


শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ ল্যাপটপ এর জন্য টিভি 

কার্ড কিনতে পাওয়া যায়। কিন্তু সেটা

 হবে USB টিভি কার্ড এবং 

এর একটি ড্রাইভার সফটওয়্যার আছে,

 এটা ল্যাপটপ এর সাথে সংযুক্ত করে

 এর ড্রাইভারটি ইনস্টল করে নিতে হয়। 

তবে এর দাম সম্পর্কে তেমন ধারণা

 আমার নেই তবে 1500-3000 টাকার

 এর মধ্যে হবে। আপনার কাছের 

কোন কম্পউটার সেলস্ এর দোকান 

থেকে সব সমাধান পাবেন আশা করি। 

তবে এটা দেখার জন্য অবশ্যই 

ডিশ লাইন প্রয়োজন হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ