Call

Core i5 কোন জেনারেশনের নিবেন। কারণ জেনারেশন বুঝে দাম...। আর Hdd 2TB ওয়েস্টার্ন ডিডিটাল এর দাম ৫৬০০ টাকা। র‍্যাম ৮ জিবি হলেই হয়। ১৬ জিবি না নেয়াই ভালো। তবে ১৬ জিবি র‍্যাম এর দাম Corsair DDR4 3200 BUS ১৭.৫ হাজার টাকা...। DDR3 এর দাম কম। তাই প্রসেসর এর মডেল উল্লেখ করলে ভালো হয়।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার পিসির কনফিগারেশন এর উপর মূল্য নির্ভর করবে। আপনি যেমন যে জেনারেশনের আইটেম নেবেন তেমন দাম হবে। মুলত আপনার দামী আইটেমগুলো হলো মাদারবোর্ড, প্রসেসর, হার্ডডিক্স,র্যাম ইত্যাদি। এগুলোর ধরন যেমন নিবেন তেমন এভারেজ মুল্য আসবে।এক্ষেত্রে দেখা যায় যে আপনি ২০ হাজার হলেও পিসি বানাতে পারবেন আবার ২৫/৩০/৩৫/৪০ হাজার হলেও পিসি বানাতে পারবেন। এখন আপনি বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App