আমি আলিম ১ম পরিক্ষা দিয়ে দূরে চাকরী করতে গেছিলাম পাশাপাশি অসুস্থ আছিলাম যার কারনে ভর্তি হতে পারিনাই।। এখন দরখাস্ত দিলে ভর্তি করাবে।। প্লিজ
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মাদ্রাসা শিক্ষা বোর্ড/মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে আপনি আলিম/মাধ্যমিক পাস করছেন।

এখন আপনি একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একটা আবেদন/দরখাস্ত করবেন প্রধান শিক্ষক এর নিকট। 

তারিখঃ--/--/--
বরাবর,
প্রধান শিক্ষক
বিষয়ঃআলিম ২য় বর্ষ ভর্তির জন্য আবেদন। 
জনাব/মহোদয়
সবিনয় নিবেদন এই যে,আমি (মোঃমামুন সরদার),পিতাঃ-মোঃমুজিবর সরদার,মাতাঃ-মোছাঃসুন্দরী বেগম।২০১৯/২০ সালে আমি আলিম/এসএসসি পরীক্ষাতে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছি।আমি শারীরিক ও মানসিক অস্থুথতার কারনে ভর্তি হতে পারিনি।এখন আমি আপনার প্রতিষ্ঠান আলিম ২য় বর্ষে  ভর্তি হতে ইচ্ছুক।
অতএব,আমার শিক্ষাজীবনকে সচ্ছল রাখতে, আপনার প্রতিষ্ঠানে ভর্তি করতে আপনার আজ্ঞা হয়।
নিবেদক
মোঃমামুন সরদার


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ