১..আমার laptop এ windows 7  দেওয়ার পেরে wifi ধরেনা।  Driver inistall করে ও  হয় না।।  কি করব?

২.. brightness ও কমছে না।।  কি করব?


Share with your friends
AkasSeikh

Call

আপনার ল্যাপটপের ওয়েবসাইটে গিয়ে ড্রাইভার খুঁজে দেখেন।

সেখানে আলাদা করে উইন্ডোজ ৭ এর ড্রাইভার দেয়া আছে।সেখান থেকে ডাউনলোড দিয়ে ইনষ্টল দিন।

তবে যে ল্যাপটপ ক্রয় করার পর থেকেই উইন্ডোজ ১০ দেয়া থাকে।

সেগুলোতে উইন্ডোজ পরিবর্তন না করাই ভালো।


ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য VGA ড্রাইভ ইনষ্টল করেন।

ওয়াইফাই এর জন্য WLAN ড্রাইভ।

Talk Doctor Online in Bissoy App

১মটার উত্তরঃ যদি, পিসিতে wifi এর অপশন টি খুজে না পান, তাহলে পিসিতে wlan কার্ড, নির্দিষ্ট ড্রাইভ এর মাধ্যমে ইন্সটল করতে হবে।

Talk Doctor Online in Bissoy App