আপনি কী বোর্ডের বোতামটি চাপ দিয়ে ধরে থাকবেন না। তাহলেই সমস্যার সামাধান হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

একটি বাটনে একবারে কয়েক সেকেন্ড প্রেস করে থাকলে এক শব্দ বহুবার টাইপ হয়ে যায়, তাই দ্রুত টাইপ করতে হবে। এর পরেও যদি সমস্যা হয়, তবে কিবোর্ডে সমস্যা রয়েছে। আবার অনেক সময় ফন্টে সমস্যা হতে পারে যার জন্যে নতুন করে ফন্ট ইন্সটল করে কম্পিউটার রিস্টার্ট দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App

আপনে যখন আপনার পিসিতে মাইক্রোসফট কিম্ভা তা বেতিত অন্য কোন ব্রাউজার কিংবা টাইপ করেন তাহার পূর্বে আপনার পিসি বা ল্যাপটব বে টাইপ করার পূর্বে আপনাকে অবগত হইতে হবে আপনার কিবোর্ড আদেও কয়টি বাটন এ কাজ করে । ধরেন যদি 108 টি বাটনের মধ্যে মাত্র 60 টি বাটন এ কাজ করে তাহলে আপনাকে কি বোর্ড চেন্স করতে হবে। আর যেই বাটন গুলোতে সমস্যা সেই ক্ষে েত্র কম্পিউটারের স্টার বাটনে ক্লিক করে আপনি কনটল পেলন এ যাইতে হবে ইজি একসেস ক্লিক করে কি বোর্ড অপসনে গিয়ে আপনাকে ইসকিন কি বোর্ড আনে টাইপ করলে তাহলে সমাধান হবে।

Talk Doctor Online in Bissoy App