৩/১১/২০১৭ইং আমার  কুইজ পেপার জমা দিতে হবে,,, তাই উত্তর টি জানা খুব জরুরি,,,,যদি কেউ উত্তরটি জানেন,, তাহলে উত্তরটি বলে আমাকে সহযোগিতা করবেন,,,


শেয়ার করুন বন্ধুর সাথে
দেওয়া আছে,
 পরস্পর তিনটি সংখ্যার গুনফল ১২০, 
প্রশ্নমতে,
৪*৫*৬=১২০
 অতএব তাদের যোগফল ৪+৫+৬=১৫।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
biggan

Call

মনে করি,

১ম সংখ্যা = x

সুতরাং, ২য় সংখ্যা = x+1

সুতরাং, ৩য় সংখ্যা = x+2

প্রশ্নমতে,

x(x+1)(x+2)=120

বা, (x2+x)(x+2)=120

বা, x3+2x2+x2+2x=120

বা, x3+3x2+2x=120

বা, x3+3x2+2x-120=0

বা, x3-4x2+7x2-28x+30x-120=0

বা, x2(x-4)+7x(x-4)+30(x-4)=0

বা, (x-4)(x2+7x+30)=0

হয়, x-4=0 বা, x=4

অথবা, x2+7x+30=0 বা, x2+7x=-30 বা, x2+7x+49/4=-71/4 বা, (x+7/2)2=-71/4

কিন্তু কোন সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না।

∴ x = 4

∴ পরবর্তী ২টি সংখ্যা (4+1)=5 এবং (5+1)=6

∴ যোগফল = (4+5+6) = 15


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ