আমার বাড়িতে খুব ইঁদুরের উপদ্রব, আমি ইঁদুর মারা বিষ ব্যাবহার করতে পারছি না কারন ওই বিষ খেয়ে ইঁদুর এমন জায়গায় মরে থাকবে আমি বের করতে পারবো না। কারন আমার বাড়িতে ফলস সিলিং ও বক্স ডিজাইন এর তৈরি। আর আমার বাইরে একটি চার চাকা থাকে ওর ভেতরেও ইঁদুর ঢুকে সব কিছু নষ্ট করছে। আমি কি করবো ? কিছু ভালো উপায় বলে দিন। খুব তাড়াতাড়ি ফলাফল পাবো এবং স্থায়ী ফলাফল পাবো।।।।।


শেয়ার করুন বন্ধুর সাথে

ইঁদুরের ফাদ ব্যাবহার করুন, বাজারে বিভিন্ন রকমের কল পাওয়া যায়। মেশিনের সাথে ইদুর আটকে থাকবে তারপর আপনি টিকেট ছাড়া উপরে পাঠিয়ে দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইদুঁর মারার জন্য ফাঁদ ব্যবহার করতে পারেন । ফাঁদের নাম: সরতা ফাঁদ,কবজা ফাঁদ,বাইর ফাঁদ ইত্যাদি। আপনার এলাকার বাজারে গিয়ে বলেন ইদুঁর মারার ফাদ দিতে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১)শুনে হাসি আসলে ও আপনাকে বিশ্বাস করতেই হবে যে ইঁদুর মারতে শুকনো গোবর খুব কাজের। কোন ইঁদুর যদি শুকনো গোবর খেয়ে ফেলে তবে তার মৃত্যু ঠেকানো যাবে না। ২) গোল মরিচের ব্যবহার গোলমরিচের গন্ধ ইঁদুর একেবারেই সহ্য করতে পারে না। গোলমরিচের পানজেন্ট ধরণের ঘ্রাণ অর্থাৎ ঝাঁজ পূর্ণ ঘ্রাণ ইঁদুরের ফুসফুসে গেলে শ্বাস নিতে পারে না ইঁদুর। আর একারণে খুব সহজেই মারা পড়ে। যে সকল স্থানে ইঁদুরের উপদ্রব বেশী বা ইঁদুরের আবাস রয়েছে মনে করছেন সেসকল স্থানে গোলমরিচ গুঁড়ো করে ছড়িয়ে রাখুন। ইঁদুরের বন্ধ নির্বংশ করতে পারেবন খুজ সহজেই। ৩) তেজপাতার ব্যবহার তেজপাতা খুবই উপকারী একটি মসলা যা প্রত্যেকের ঘরেই রয়েছে। এই উপকারী মসলাটিও ইঁদুর থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন অনায়েসেই। তেজপাতাকে ইঁদুরেরা নিজেদের খাবার মনে করে। কিন্তু তেজপাতা খাওয়ার পর তারা এটি হজম করতে পারে না একেবারেই। তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে রাখুন উপদ্রবের স্থানগুলোতে কিছুদিনের মধ্যেই ঝামেলা থেকে মুক্তি পাবেন। ৪) পেঁয়াজের ব্যবহার পেঁয়াজের অনেক গুনের মধ্যে আরও একটি অসাধারণ গুন হচ্ছে পেঁয়াজ দিয়ে খুব সহজেই ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। পেঁয়াজের উপাদান ইঁদুর হজম করতে পারে না। কিন্তু ইঁদুর খুব সহজেই পেঁয়াজে কামড় দিয়ে বসে। ইঁদুর যেখানে রয়েছে বলে মনে করছেন সে সকল স্থানে পেঁয়াজ টুকরো করে রেখে দিন। কিছুদিনের মধ্যেই ইঁদুর আর দেখতে পবেন না ঘরে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ