Call

আপনি সেই নাম্বারটি নিয়ে থানায় যোগাযোগ করুন । নাম্বারটি কার, সে সম্পর্কে সব তথ্য কাস্টমার কেয়ার এর লোক দিতে পারবে । কিন্তু তারা কোন সাধারন লোককে কারো নাম্বার সম্পর্কে তথ্য দিবে না । তাই আপনি থানায় যোগাযোগ করলে পুলিশের মাধ্যমে আপনি সব তথ্য পেয়ে যাবেন । এছাড়া ঐ নাম্বারটি সম্পর্কে জানার আর কোন উপায় নাই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি প্রথমত নাম্বারটি দিয়ে ফেইসবুকে সার্চ দিন । যদি তার এই নাম্বার দিয়ে ফেইসবুক 
আইডি খোলা থাকে তাহলে আপনি তার পরিচয় ফেইসবুক থেকে জানতে পারবেন ।
আপনি নাম্বারটি আপনার কন্টাক্ট লিস্টে সেভ করে ইমুতে ,হোয়াটস অ্যাপে এবং ভাইবারে সার্চ দিয়ে 
দেখতে পারেন ,যদি সে এই নাম্বার দিয়ে এসব আইডি ওপেন কতে থাকে । তবে
আপনি এসব আইডি থেকে তার পরিচয় জানতে পারবেন ।

আপনার সন্দেহ হয় এমন কেউ মনে হলে, তার কোন পরিচিত ব্যক্তিকে নাম্বারটি দেখিয়েও 
তার পরিচয় জানতে পারবেন ।

অথবা অন্য কোন নাম্বার বা অনলাইন থেকে মানে হোয়াটস কল জাতীয় অ্যাপস থেকে 
কল দিয়েও কৈাশলে তার পরিচয় জানার চেষ্টা করতে পারেন ।

ধন্যবাদ ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Atiquzzaman

Call

আপনি নাম্বারটি ফেসবুকে সার্চ দিন। যদি ঐ নাম্বারে কোন ফেসবুক আইডি থাকে তাহলে সেখান থেকেই তত্ত্ব পাবেন। ফেসবুক আইডি না থাকলে থানায় যোগাযোগ কুরুন যা করার ওনারাই করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ