আমি এই অ্যাপটা ওপেন করলে ( Unfortunately, SlideCoin has stopped ) এই লেখা আসে, এটা ঠিক করবো কিভাবে ? 


My Mobile Details ---

Samsung Mobile

Model - GT-I9060I

Version - 4.4.4


Share with your friends


প্রথমে আপনি আপনার মোবাইলের

“Setting” এ যান।

.

“Search” Button এ লিখুন

“Apps & app data” এইটায় ঢুকুন।

.

“Internal storage” এ click করুন।

.

একটু নিচে দেখুন লেখা আছে “Cache

Data” OK চাপুন।

.

এখন “Apps” লেখাতে ঢুকুন

আপনার যেই সফটওয়ার এ

“Unfortunately apps has been stopped”

দেখাতো সেটায় ঢুকুন।

.

Clear Data & Clear Cache করে দিন।

.

Home Button চেপে বের হয়ে আসুন।

.

এবার দেখুন আর দেখাচ্ছে কি না

“Unfortunately apps has been stopped”

যদি দেখায় তাহলে Google

Playstore এ গিয়ে টাইপ করুন “App Cache

cleaner” এবার এটা ইন্সটল করুন।

.

ইন্সটল করা হয়ে গেলে এবার ঢুকুন

অ্যাপসটাতে এবং আপনার

Administrator Permission চাইবে। অন করে

দিন।

.

এবার দেখবেন আপনার cache full হওয়া

সফটওয়্যার গুলো দেখাবে।

.

এখন আপনি Clear All করে দিন। ব্যাস

কাজ শেষ।

.

এবার দেখুন ঐ অ্যাপসে ঢুকে আর

সমস্যাটা দেখায় কি না।

.

যদি দেখায় তাহলে আপনি Google

Playstore এ গিয়ে সেই সফটওয়্যার এর

নাম লিখে সার্চ করুন।

.

যদি সফটওয়্যার না আসে তাহলে এই অ্যাপস

এর আশা বাদ দিয়ে দিন এবং শেষে

Uninstall করে দিন।

Talk Doctor Online in Bissoy App