আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে খুব হতাশ।

বাবা বলছে প্রাইভেটে পড়তে। তা প্রাইভেটে ভর্তি হলে কি ভালো হবে নাকি আরো হতাশার সাগরে ডুবে যাবো.?


শেয়ার করুন বন্ধুর সাথে

এখানে হতাশার সাগরে ডুবে যাওয়ার কিছু নেই ।

পাবলিকে চান্স হয়নি বলে জীবনের সব কিছু

শেষ হয়ে যায় নি ।

একজন ছাত্র পাবলিক থেকে পাস করে বের হয়ে 

যে স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে অনুরূপ

স্থানে আপনিও নিজেকে নিয়ে দাঁড় করাতে পারবেন ।

প্রয়োজন হবে শুধু ভালোভাবে লেখাপড়া এবং ভালো

রেজাল্ট করা । 

ভালো রেজাল্ট না করতে পারলে পাবলিক কেন, 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েও লাভ নেই । অপরদিকে 

গ্রামের একটা কলেজ থেকেও ভালো রেজাল্ট ও মেধা 

অর্জন করতে পারলে আপনিই সেরা হয়ে যাবেন ।

 একজন সুশিক্ষিত মানুষ, একজন মানুষের মেধাকে মূল্যায়ন করে ।

কিন্তু কম সময়েই তার শিক্ষা প্রতিষ্ঠান কে

মূল্যায়ণ করা হয় । 


তাই আপনার প্রতি সাজেশন হল, যদি আপনার বাবার যথেষ্ট  টাকা থাকে তবে নির্দ্বিধায় প্রাইভেটে ভর্তি হয়ে জান

এবং অনেক বেশি লেখাপড়া করে ভালো রেজাল্ট করুন । 

ফলাফল নিজেই দেখতে পারবেন । 

বাবার টাকা বাঁচাতে ভালো রেজাল্ট করে স্কলারশিপ

ও পেতে পারেন । এতে করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের

টিউশন ফি অনেক কমিয়ে দেয়া হয় ।

আপনার জন্য শুভকামনা রইলো ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ