এর ছাএ। আমি এই খানে পডা অবস্থায় ২০১৮ সালে আবার আবেদন করতে পারব কি? কোন সমস্যা হবে না কী? শুধু মাএ সিভিলে প্রথম শিফটে আনেদন করি তাহলে কি সুযোগ পাব কি? উপরুক্ত বিষয় গুলোর জন্য কি করনীয় বা কোন সমস্যা হবে কি বিস্তারিত জানতে চাই.
Share with your friends
Junait

Call

আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই। 

চান্স হবে কি না তা নিশ্চিত করে কেউ বলতে

পারে না। যদি চান্স হয় এবং নতুন করে ভর্তি হতে

চান তাহলে আগে আপনাকে চলমান সেমিষ্টারের

পড়ালেখা অধ্যক্ষ বরাবর আবেদন করে যথেষ্ঠ

কারণ দর্শিয়ে ভর্তি বাতিল করে মার্কসিট ফেরত

নিতে হবে, অধ্যক্ষ আপনার আবেদন পত্র গ্রহণ করলে

তবেই আপনি নতুন করে ভর্তি হওয়ার সুযোগ পাবেন

নতুবা নয়।

আরোও একটি বিষয় হল - আপনার যদি বোর্ডে রেজিষ্ট্রেশন

করা হয়ে গিয়ে থাকে তো তাহলে পুনরায় ভিন্ন সাবজেক্টে 

ভর্তি হয়ে রেজিষ্ট্রেশন করার সময় একটু সমস্যা হতে

পারে। 

Talk Doctor Online in Bissoy App