Freelancer সাইটে একাউন্ট করার পর কি নিজের ইচ্ছে মতো  কাজ করা জায় না তারা কাজ দিবে তারপর করতে হয়?

যেমন গ্রাফিক্স ডিজাইন। 


Share with your friends
Call

আপনি ফ্রিল্যান্সিং করতে চাইলে অবশ্যই যেকোন একটি কাজে দক্ষতা রাখতে হবে। সে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইঅ যাই হোক না কেন দক্ষতা থাকতে হবে।।

আপনি ফ্রিল্যান্সিংয়ে আবেদন করার সময় আপনার সব তথ্য ওদেরকে দিতে হবে যেকোন মার্কেট প্লেইছে।সেখানে আপনার দক্ষতা যাচাই করা হবে।

ফ্রিল্যাইন্সিংয়ে কাজ করতে কোন বাধ্যগতা নেই ঠিক আছে। কিন্তু সবচেয়ে জরুরি দক্ষতা।

দক্ষতা না থাকলে ফ্রিল্যান্সিংয়ে ঠিকে থাকা অসম্ভবকর ব্যাপার।

কেননা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে একটি কাজ পাবার জন্য হাজার মানুষ আবেদন করে।  বায়াররা তখন শুধু দক্ষ মানুষকে কাজ দেয়।। অনেকে নতুনদের ক্ষেত্রে কাজ দেবার সময় তারা তাদের অবিঙ্গতা কতটুকু আছে তা যাচাই করে কাজ দেয়।।আপনি যদি ভাল কাজ করে দিতে পারেন তাহলে পরবর্তিতে আপনাকে আবার কাজ দিবে এবং ভাল কাজের জন্য আপনি র্যাংকে উঠে যাবেন।।। আপনি যকোন একজন নির্দিশ্ট বায়া অথবা কম্পানির হয়ে কাজ করার চেষ্টা করেন সফলতা অনেকটা পাবার সম্ভবনা থাকবে।।এবং কাজের মধ্যে বিশেষ করে দক্ষতা থাকতে হবে।।

ধন্যবাধ।


Talk Doctor Online in Bissoy App