প্রশ্ন চিহ্নের বদলে কি বসবে? 

image

[ অবশ্যই ব্যাখ্যাসহ দিতে হবে। নাহলে 'আন্দাজে দেওয়া উত্তর' বলে বিবেচিত হবে।]


Share with your friends

প্রশ্নবোধক চিহ্নগুলোর ১ম টিতে বসবে ৩ এবং ২য় টিতে বসবে ১০ ।

কারণ ২য় কলাম এবং ৩য় কলামের মান ১ম কলামের ওপর নির্ভর করে ।আর ১ম প্রশ্নবোধক চিহ্ন ২য় কলামে ও ২য় প্রশ্নবোধক  চিহ্ন ৩য় কলামে এবং- 

২য় কলামের  মান = (একই সারির ১ম কলামের মান) /৭

৩য় কলামের মান = ১ম কলামের মান - ১১

     যেমনঃ  ১০৫    ১৫(=১০৫/৭)     ৯৪(=১০৫-১১)

               ১৪৭     ২১(=১৪৭/৭)     ১৩৬(=১৩৬-১১)

               ৫৬      ৮(=৫৬/৭)       ৪৫(=৫৬-১১)

               ১৮২    ২৬(=১৮২/৭)    ১৭১(=১৮২-১১)

অনুরূপভাবে ২১      ৩(=২১/৭)        ১০(২১-১১)

অর্থাৎ ১ম প্রশ্নবোধক চিহ্নে বসবে ৩ ও ২য় প্রশ্নবোধক  চিহ্নে ১০ 

Talk Doctor Online in Bissoy App