এভাবে হয়তো নাও পেতে পারেব। তবে আপনি যেকোন ভাষার মুভি ডাউনলোড দেন না কেনো, সেটার বাংলা Subtitle ডাউনলোড করে মুভিটি দেখতে পারেন।

এর জন্য আপনি google এ সার্চ করে মুভির subtitle ডাউনলোড করবেন। তার পর যে কোন মিডিয়া প্লেয়ার দিয়ে মুভিটি প্লে করুন। এরপর প্লেয়ার সেটিংস এ গিয়া subtitle option খুজে বের করুন। সেখানে Load subtile নামে একটা option থাকবে। load subtitle এ ক্লিক করে ডাউনলোড করা subtitle load করুন। 

ব্যাস, কাজ শেষ, এবার উপিভীগ করুন।

ভাল লাগলে শেয়ার করবেন এবং ফলো করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ