কোন কোন মোবাইল ফোন  দিয়ে DSLR এর মতো ছবি তোলা যায়?


Share with your friends
RahimIRipon

Call

শাওমি ব্রান্ডের ফোন গুলোতে অটো ফোকাস করা যায়।।।

এখানে আপনি আপনার লক্ষবস্তুকে ফোকাস করতে পারবেন।

এবং ছবির ব্যাকগ্রাউন্ড পুরাই DSLR এর মতো ব্লার হবে।

এমন ভাবে ছবি তুলতে চাইলে শাওমি কিনতে পারেন।

এমন কয়েক্টি ফোনের নাম হলো: 

Redmi 4x.

Redmi Note 4x..

Mi 5

Mi Max 2

Mi 6

etc....

এই ফোনের অন্য পারফর্মএন্স ও অনেক ভালো।

আরো বিস্তারিত জানতে গুগলসার্চ করুন।


Talk Doctor Online in Bissoy App

মোবাইল দিয়ে কখনোই ডিএলআর এর মতো ছবি তোলা যাবেনা।মোবাইল এর ক্যামেরার যে সেন্সরটি থাকে তা ডিএসএলআর এর চাইতে অনেক ছোট থাকে যার ফলে ডিএসএলআর এর মতো ছবি ফোন দিয়ে তুলা সম্ভব নয়।।।তবে আপনি বিভিন্ন থার্ড-পার্টি এপস ইনস্টল করে মুটামুটি ডিএসেলআর এর ইফেক্ট দিতে পারেন।।কিছু সফটওয়ার এর নাম:- AfterFocus,Picsart,Photo Editor,Photo editor pro...।এই এপস গুলো আপনি প্লেস্টোর-এ পাবেন।

Talk Doctor Online in Bissoy App

Samsung Galaxy a5 (2016) ২৬,৯০০ টাকা  এই মোবাইলটির ক্যামেরা অনেক ভাল দাম হিসেবে ক্যামেরাতে প্রো মোড Option আছে। আপনি ডেলাইট সেটিং করে পারফেক্ট ছবি তুলতে পারবেন। আমিও এই মোবাইল ব্যাবহার করেছি। আমি ফটোগ্রাফিও করি।  অভিজ্ঞতা থেকে বলছি মোবাইলটির ক্যামেরা অনেক ভাল।  আর যদি আরো ভাল চান তবে Galaxy S8 plus, iphone 7plus, Google pixlel XL2 কিনতে পারেন।  এখানে একটা কথা বলে রাখা ভাল শুধু ক্যামেরা ভাল হতে হবে তা না ছবিটি ইডিটও ভাল করতে জানতে হবে। ইডিট করে আরো সুন্দর করে তুলতে জানতে হবে। সেক্ষেত্রে Snapseed App টি ব্যাবহার করতে পারেন, প্লে স্টোরে পেয়ে যাবেন। মোবাইল ক্যামেরা কখনো DSLR এর মত হবেনা। আপনি বিভিন্ন ল্যান্স ব্যাবহার করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। DSLR নিলেই যে ভালো ছবি তুলে ফেলবেন তা কিন্তু না।

Talk Doctor Online in Bissoy App