শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

সৈনিক পদে আবেদন করার নূন্যতম যোগ্যতা থাকলে

তবেই আবেদন করতে পারবেন নতুবা নয়।

সৈনিক পদে আবেদন করার নূন্যতম যোগ্যতা সমূহ

(সব গুলোই আবশ্যিক)

  • প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে
  • উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
  • বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে
  • সাঁতার জানতে হবে
  • এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ পেয়ে পাস করতে হবে।

উপরোক্ত সবগুলো যোগ্যতা থাকলে সার্ককুলার অনুযায়ী
আবেদন করতে হবে,  ক্যান্টোনমেন্টে/মাঠে যাওয়ার sms
দিলে অতঃপর সেখানে নির্দেশনা অনুযায়ী যেতে হবে, 
সেখানে এক দিনের মধ্যেই লিখিত, মৌখিক এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই চাকুরি হবে। 
যেকোনো জটিল রোগ

হলে বা শরীরের কোনো অঙ্গের ক্ষতি হলে আর্মির চাকরি

হবে না।

নখে সমস্যা, চুলের সমস্যা, দাঁতের গঠনের সমস্যা, দাঁত

ভাঙ্গা থাকলে বা কোনো একটি না থাকলে, নাকের পলিপাস

থাকলে, অতিরিক্ত ঘাম হলে, দুই হাটু V করে দাঁড়ালে মিশে

গেলে, শরীরে বড় বা মাঝারি ধরনের কোনো ক্ষতের

দাগ থাকলে, নিজে ইচ্ছাকৃত ভাবে হাত কাটলে মেডিকেলে

বাতিল বলে গণ্য হবে।

এছাড়াও লিঙ্গ, মলদ্বারে কোনো অস্বাভাবিক কিছু থাকলে,

পায়ের তলা সমান বা অস্বাভাবিক কিছু থাকলে এবং যেকোনো

ঘাতক ব্যাধি/জটিল রোগে থাকলে মেডিকেলে বাদ দিবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ