কার্বনিক এসিডের প্রভাবে সাপ বিতাড়িত হয় কিন্তু কেন। এতে এমন কি আছে যা আমাদের ক্ষতি না করলেও সাপকে বিতাড়িত করে? আমরাও তো কোমল পানীয় রূপে H2CO3 কার্বনিক এসিড গ্রহন করি।
Share with your friends
Junait

Call

সাপের দেহে jacob;s organ নামক এক ধরনের smell detective organ থাকে যার সাহায্যে সাপ বাতাস থেকে গন্ধ নেয়।carbolic acid মিশ্রিত বাতাস যখন শ্বাস-প্রশ্বাসের সাথে সাপের দেহে প্রবেশ করে তখন সাপ বুঝতে পারে যে আশে-পাশের পরিবেশ তার জন্য নিরাপদ বা উপযুক্ত নয়,ঠিক যেমন টা হয় তেলাপোকা তাড়ানোর জন্য ন্যাপথালিন ব্যবহারে। আর এই কারনে carbolic acid এর জার বা বোতলকে খোলা রাখা হয় যেন সহজেই তা বাতাসে মিশে যেতে পারে।

কার্বলিক এসিডের খুব ঝাঁজালো গন্ধ।  মানুষ ও এ এসিডের

বোতলের মুখ খোলা রাখলে সম্পূর্ণ স্বস্থিতে থাকে না। 

Talk Doctor Online in Bissoy App