আমার ফোন Walton primo F7

OTG সাপোর্ট করে না। ইন্টারনেটেও দেখলাম OTG : NO

কিন্তু প্লে স্টোর থেকে ১০-১২ টা apps ডাউনলোড করে পরিক্ষা  দেখলাম, সবগুলোই otg: yes

এখন আমার প্রশ্ন হলো, ফোন যদি রুট করি তাহলে কি otg support করবে?


মনে রাখবেন, একমাত্র otg এর জন্যই কিন্তু ফোন রুট করব। তাহলে বুজতেই পারছেন otg কত প্রয়োজন। আর ফোন রুট করে যদি otg support না করে, তাহলে সব শেষ 


Share with your friends

এই ফোনে OTG সাপোর্ট করবে না।

ওয়াল্টনের অফিশিয়াল সাইটে দেখুন→

walton mobile

Talk Doctor Online in Bissoy App
Unknown

Call

OTG সাপোর্ট করা না করা শুধু সফটওয়্যারের উপর নয়, এর জন্য হার্ডওয়্যার সাপোর্টেরও প্রয়োজন আছে।

রুট করার সাথে OTG সাপোর্ট করার কোনো সম্পর্ক নেই। আপনার ফোনে OTG সাপোর্ট করেনা, কোনোভাবেই করানো সম্ভব নয়।

Talk Doctor Online in Bissoy App