শেয়ার করুন বন্ধুর সাথে

এখানে দেওয়া হলো সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া ১০ তারকার নাম। """"" ১. রবার্ট ডাউনি জুনিয়র বয়স ৫০ হলেও থেমে নেই তার গতি। প্রতি ছবিতে সাড়ে সাত কোটি ডলার নেন রবার্ট ডাউনি জুনিয়র। মা-বাবা দুজনেই ছিলেন ছবির জগতের মানুষ। দুজনেই অভিনয় করতেন। তাই সে গুণটা ভালোই রপ্ত করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত প্রতিবছর একটা করে ছবি করেছেন। শার্লক হোমস, আয়রন ম্যান বা অ্যাভেঞ্জার সব ছবিই দারুণভাবে ব্যবসাসফল। তাই বছরে একটা ছবির জন্য ডাউনির পেছনে টাকা ঢালতে মোটেও আপত্তি নেই প্রযোজকদের। ২. চ্যানিং টটাম প্রতি ছবিতে গুনে গুনে ছয় কোটি ডলার দিতে হয় চ্যানিং টটামকে। এ বছর এক হালি ছবি মুক্তি পাবে তাঁর। গত বছর টোয়েন্টি টু জাম্প স্ট্রিট এবং তার আগের বছর ডন জন ছবি দুটো ভালোই ব্যবসা করেছে। ন্যায্য পারিশ্রমিক চাইতে তাই কোনো বাধা নেই টটামের। কমেডি, অ্যাকশন কিংবা রোমান্টিক সব চরিত্রেই মানানসই তিনি। ৩. হিউ জ্যাকম্যান এক্স ম্যান নামেই বিখ্যাত তিনি। অস্ট্রেলিয়ান অভিনেতা, গায়ক ও প্রযোজক। একসাথে অনেক কাজের কাজি। ছবি প্রতি নেন সাড়ে পাঁচ কোটি ডলার মাত্র। লা মিজারেবল ছবিতে তাঁর গানের প্রশংসা করেছেন সবাই। ৪. মার্ক ওয়েলবার্গ ৫ কোটি ২০ লাখ ডলার নেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই পেয়েছেন ‘মাথা গরম’ অভিনেতার তকমা। সাংবাদিকতের সাথে দফারফা হয়েছে কয়েকবার। তবু অভিনয়ে কখনো মাথা গরম করেননি। থ্রিলার বা অ্যাকশন ছবিতে তাঁর ঠাণ্ডা মাথার অভিনয় সবাইকে বশ করেছে। ৫. ডয়্যান জনসন অভিনয়ে আসার আগে ছিলেন রেসলার। সেই জনপ্রিয়তার জোরে যাত্রা শুরু করেন হলিউডে। ডয়্যান জনসন রেসলার হিসেবে পরিচিত ছিলেন দ্য রক নামে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। পারিশ্রমিকটাও তাই ছবিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে চার কোটি ৬০ লাখ ডলার। ৬. লিওনার্দো ডি ক্যাপ্রিও ছোটবেলা থেকেই অভিনয় করতে করতে বেশ পাকা হয়ে গেছেন অভিনয়ে। ছোটবেলায় ‘টার্মিনেটর’, আরেকটু বড় হয়ে ‘টাইটানিক’ আর ২০১৩ সালের ‘উলফ অব ওয়ালস্ট্রিট’ ছবিতে বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো। ছবিপ্রতি তিনি নেন তিন কোটি ৯০ লাখ ডলার। ৭. অ্যাডাম স্যান্ডলার প্রযোজক, সঙ্গীত পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা। একসাথে অনেক গুণের অধিকারী তিনি। অভিনেতা হিসেবে বেশি চেনে লোকে। ফিফটি ফার্স্ট ডেটস, হ্যাপি গিলমোর, দ্য ওয়াটারবয়, বিগ ড্যাডি এবং ওয়েডিং সিঙ্গার ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। প্রতি ছবিতে তিন কোটি ৭০ লাখ ডলার পারিশ্রমিক নেন তিনি। ৮. টম ক্রুজ ‘টপ গান’ বা ‘মিশন ইম্পসিবল সিরিজ’ অভিনেতা হিসেবে টম ক্রুজের সিগন্যাচার ফিল্ম। এগুলো দিয়েই দর্শকের মাথায় ঢুকে গেছেন তিনি। ছবিপ্রতি পারিশ্রমিক নেন সাড়ে তিন কোটি ডলার। ৯. ডেনজেল ওয়াশিংটন ৬১ বছর বয়সে মোটেও ক্লান্ত নন ডেনজেল ওয়াশিংটন। খুব ভেবে-চিন্তে ছবি করেন। তবে যে ছবি হাতে নেন সেটা বাজিমাত করবেই বলা যায়। গত বছর ‘দ্য ইকুয়ালাইজার’ ছবিতে অ্যাকশন এবং অভিনয় দিয়ে মাত করেছিলেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আমেরিকান গ্যাংস্টার’, ‘ট্রেনিং ডে’, ‘ম্যান অন ফায়ার’। ১০. লিয়াম নেসন বুড়ো বয়সে ‘টেকেন’ সিরিজ দিয়ে বেশ চমকে দিয়েছেন সবাইকে। ৬৩ বছর বয়সেও যেসব অ্যাকশন দৃশ্য করেন তাতে দর্শক হা করে তাকিয়ে থাকেন। শিন্ডার্স লিস্ট, স্টার ওয়ার্স ছবিগুলো তাঁকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পারিশ্রমিক নেন তিন কোটি ২০ লাখ ডলার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ