আমরা কেন এখন যোগ্য নেতা পাইনা ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

এর জন্য অনেক বিষয়াবলিকে দায়ী করা যেতে পারে। 

বিস্ময়কে আমরা রাজনৈতিক আলোচনা-সমালোচনার উর্ধ্বে রাখতে চাই, তাই এ বিষয়ে বিশ্লেষণাত্মক কিছু উপস্থাপন করবোনা।

ব্যাসিকালি কয়েকটি প্রধান কারণ হলো-

  • তৃণমূল রাজনীতিতে নিয়ন্ত্রণহীনতা,
  • নেতা নির্বাচনে মেধা আর দেশপ্রেমের মূল্যায়ন না করে আধিপত্য এবং আর্থিক অবস্থার মূল্যায়ন করা,
  • কার জন্য ভোট দিচ্ছি তা না দেখে কোন মার্কায় ভোট দিচ্ছি সেটাকে মুখ্য মনে করা,
  • দলীয় চেয়ারপার্সনদের একচ্ছত্র আধিপত্য, অর্থাৎ এই পদে পরিবর্তন আনার অধিকার বা ইচ্ছা দলের অন্যান্য হোতাদের না থাকা,
  • নিজেদের শুধরানোর পরিবর্তে পরস্পরের দিকে বিনাকারণে আঙ্গুল তোলা,
  • জাতীয় পর্যায়ে দিপাক্ষিক সমঝোতার অভাব,
  • সাংবিধানিক নিয়ম-কানুনে প্রচুর সীমাবদ্ধতা,
  • ইত্যাদি ইত্যাদি ইত্যাদি...

এখানকার কিছু কারণ প্রত্যক্ষ ভাবে রিজনেবল মনে বা হলেও একজন যোগ্য নেতার উত্থান না হওয়ার পিছনে সবগুলোই কোনো না কোনোভাবে প্রভাব ফেলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ