একটি মাঠের ঘাস ধ্রুবহারে বাড়ে। ১৭ টি গরু ৩০ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে। তবে ১৯ টি গরুর লাগে ২৪ দিন। একদল গরু ঘাস খাওয়া শুরু করল। ৬ দিন পর ৪টি গরু বিক্রি করায় সম্পূর্ণ ঘাস খেতে অারো ২ দিন সময় লাগে। ঐ দলে মোট কতটি গরু ছিল? ব্যাখ্যাসহ জানালে খুবই উপকৃত হব।
শেয়ার করুন বন্ধুর সাথে

মনে করি, মাঠে শুরুতে ঘাস ছিল a m³ 

প্রতিদিন ঘাস বৃদ্ধির হার b m³day⁻¹(প্রতিদিনে b ঘনমিটার)

প্রতিটি গরুর ঘাস খাওয়ার হার c m³day⁻¹ 

১ম শর্তমতে, a+30b=17c✕30 

⇒   a+30b=510c...........(1) 

২য় শর্তমতে, a+24b=19c✕24 

⇒   a+24b=475c..........(2) 

(1)-(2) করে, 6b=54c ⇒   b=9c যা (1) নং এ বসিয়ে পাই,

a+30✕9c=510c 

⇒   a+270c=510c 

⇒   a=510c-270c 

⇒   a=240c.......(4) 

৩য় শর্তমতে, শুরুতে গরুর সংখ্যা ছিল x ধরে, 

a+8b=6xc+2c(x-4) 

⇒   240c+8✕9c=6xc+2xc-8c [4 নং থেকে] 

⇒   240c+72c=8xc-8c 

⇒   240c+72c+8c=8xc 

⇒   320c=8xc 

⇒   320=8x 

⇒   x=320/8 

⇒   x=40 

∴ গরুর সংখ্যা ছিল 40 টি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ