আমি itel it5231 ফোন ব্যবহার করি।আমার ফেসবুক আইডি ২টি।আমি ২টি আইডি ই opera mini তে যুক্ত করে রেখে দিয়েছি, setting এ যেয়ে remove করিনি।প্রথম দিক দিয়ে আমি এক আইডি থেকে log out করে অন্য আইডিতে তে log in করতে শুধু আইডি নেইম এ ক্লিক করলেই log in হয়ে যেত।পুনরায় আগের আইডাতে যেতেও password দিতে হতো না।বেশ কিছূদিন যাবৎ প্রতিবার log in এর সময় password দিতে হচ্ছে।এটা আগের মত করে যাবে কি? কি করতে হবে? নাকি opera mini তে mobile verssion এর পরিবর্তন করা হয়েছে।কিছুই বুঝতেছিনা। আমাকে সাহায্য করুন প্লীজ।.।.।
Share with your friends
Call

পূর্বের মত করা যাবে না। প্রথম দিকে হয়েছিলো কারণ, ফেসবুক সিকিউরিটি নরমাল ছিলো, কিন্তু এখন সিকিউরিটি আরো উন্নত করেছেন মার্ক জুকারবার্ক।

Talk Doctor Online in Bissoy App
Call

আমার এখনো এই সিস্টেম আছে, আপনি ব্রাউজার Chache গুলো ক্লিয়ার করে দিন।।।।।।দেখবেন আবার হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

কোন কারনে আপনার ব্রাউজার টির সমস্যা হয়েছে। আপনি আপনার Opera এর Setting থেকে Cookies ক্লিয়ার করে দিন। কাজ হবে। তার পরও না হলে আপনার ফোন মেমোরী বা মেমোরী থেকে Opera এর setting ফাইলটি ডিলিট করে দিয়ে নতুন করে Opera তে ঢুকুন।

Talk Doctor Online in Bissoy App