Hasannrand1

Call

কানাডার কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলে, ব্যাঙ্ক একাউন্টে ১২-১৫ লক্ষ টাকা দেখাতে হয় | এবং প্রথম বছরের ইউনিভার্সিটির টাকা যাওয়ার পূর্বেই পেইড করতে হয় | এবং ১ মাসের মোট খরচের সাথে, কিছু টাকা বেশি নিতে হয় | কানাডাতে মাসে মোট ৮৫ হাজারের মতো টাকা খরচ হয় | আর ইউনিভার্সিটি টিশন ফী সাবজেক্ট এর ওপর নির্ভর করে | যেমন: সামাজিক বিজ্ঞানে বছরে ৬০ হাজার টাকা, "শিক্ষা" তে বছরে ১৩৫০০০ টাকা, আইনে বছরে ৭৬০০০০ টাকা, ডেন্টিস্ট্রিতে বছরে ১৪০০০০০ টাকা ইত্যাদি | প্রসেস শুরু করার ৪-৬ মাসের মধ্যে যাওয়া সম্ভব, যদি সব কাগজ পত্র ঠিক এবং গোছানো থাকে |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ