ভাইয়া আমি 2017 সালে SSC exam দেই, শুধু গনিতে ফেইল করি | তাই এবার আবার গনিত Exam দিবো, সমস্যাটা হল আমি এত দিন 2018 সালের গনিত শাজেসন ফলো করেছি | এবং লেকচার শিরিজের, মেড ইজি গনিত টেষ্ট পেপার থেকে তার শাজেসন গুলো ফলো করেছি | এবং ইউটিউব থেকে 2018 সালের গনিত শাজেসন এর ভিডিও গুলির অংক করেছি | কিন্তু আজ দেখি যারা গত বছর ইংরেজিতে ফেইল করে আবার পরীখা দিছে তাদের প্রশ্ন | আর ২০১৮ সালের নতুন পরীখাথীদের প্রশ্ন ভিন্ন | তাই আমি ভাবলাম গত বছর যারা গনিতে ফেল করে এবার পরীখা দিবে তাদের প্রশ্ন ও এবার নতুন যারা পরীখা দিবে তাদের প্রশ্ন ভিন্ন হবে | যদি প্রশ্ন ভিন্ন হয় তাহলে ত ২০১৮ সালের শাজেসন থেকে কোনো প্রশ্ন কমোন পরবে না এবং এই ২০১৮ সালে সাজেশন ফলো করার কোন দরকার নেই | তাহলে ২০১৭ গনিত যে যে অধ্যায় গুলো থেকে প্রশ্ন করা হয়েছে এবং যারা ২০১৭ তে গনিতে ফেল করে এবার আবার শুধু গনিতে পরীখা দিবে তাদের ও কি ঐই ঐই অধ্যায় থেকে প্রশ্ন আসবে? আর ২০১৬ তে যারা শুধু গনিতে ফেল করে আবার ২০১৭ তে শুধু গনিত পরীখা দিছে তাদের প্রশ্নটা দয়া করে কেঊ সংগ্রহ করে দিবেন |
Share with your friends

২০১৮ সালের সাজেশন্স ফলো করে ভুল করেছেন বলছেন এটা ঠিক নয়।কারণ আপনি জানেন গণিত তো সৃজনশীল। আর সৃজনশীল এর ক্ষেত্রে কোন নোট বই/গাইড বই/টেস্ট পেপার থেকে হুবহু কমন পড়ে না।হাঁ একই নিয়মের অংক কমন পড়তে পারে। আপনি ২০১৮ সালের টেস্ট পেপার ফলো করেছেন তাই আপনার গণিতের দক্ষতা অনেক ভালো হয়েছে।যে অধ্যায়গুলো আপনি ফলো করেছেন যদি ২০১৭ সালের সিলেবাস এ এই অধ্যায়গুলো থাকে আর আপনার প্রিপারেশন ভালো হয় তাহলে যে কোন ধরণের প্রশ্নই আসুক আপনার জন্য তার সমাধান করতে কোন সমস্যা হবে না।আর গণিতে দক্ষতা অর্জন করার জন্য চর্চার কোন বিকল্প নেই। আর আপনার ২০১৭ সালের গণিতের সিলেবাসের সাথে যদি ২০১৮ সিলেবাসের পরিবর্তন থাকে তাহলে আপনার আলাদা প্রশ্ন পত্রে পরিক্ষা হবে। আপনাকে পরামর্শ হলো ২০১৮ সালের যে অধ্যায়ের অংক করেছেন সেগুলোর যে যে অধ্যায় ২০১৭ সালের সিলেবাসের মধ্যে আছে সেগুলো এখন থেকে এই কয়দিন নিয়মিত চর্চা করুন।আর যে গুলো ২০১৭ সালের সিলেবাসের মধ্যে নেই সেগুলো পরিহার করুন।দোআ করি মহান আল্লাহ যেন আপনাকে সফলতার হাসি দিয়ে জিবনটাকে আনন্দিত করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

এক হবে না। ।।। আলাদা হবে।।।।।

Talk Doctor Online in Bissoy App