Unknown

Call

আপনি After Effects ও Premier Pro দিয়েই এগুলো করতে পারবেন। তবে সাউন্ড ইফেক্ট আপনাকে তৈরি কিংবা সংগ্রহ করে নিতে হবে। এডিট করে রক্ত যোগ করাটা জটিল হবে, তাই শুটিং এর সময় ফেক রক্ত ব্যবহার করাই যুক্তিযুক্ত। রক্ত ছিটকে পড়ার ইফেক্ট পেতে গ্রিন স্ক্রিনের সাহায্য নিতে হবে।

এগুলো প্রফেশনাল লেভেলের এডিটিং এবং কিছুটা ব্যয়সাপেক্ষও বলা চলে, এজন্য আপনাকে অনেক দক্ষ এবং পরিশ্রমী হতে হবে।

Talk Doctor Online in Bissoy App