প্র-১: Diploma, BSc, MSc করতে কত বছর লাগবে? (সর্বোনিম্ন-সর্বোচ্চো)

প্র-২: BSc এর পর আরও মোট কয়টি কোর্স করা যায় এবং সেগুলো কি কি?


Share with your friends
Junait

Call

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/প্যারামেডিকেল

৪ বছরের কোর্স ৮ সেমিষ্টার বিশিষ্ট। 

সর্বনিম্ন ৪ বছর লাগবেই, সর্বোচ্চ কত বছর

লাগবে তা বলা যায় না নির্দিষ্ট করে।  ৭/৮ বছর ও

লাগতে পারে যদি সেমিষ্টারে ফেল করে। 

ডিপ্লোমা কোর্স শেষ করার পর BSC করতে হয়।

BSC ৩ বছরের কোর্স,  সর্বনিম্ন ৩ বছর লাগবেই।

সর্বোচ্চ কত বছর লাগবে তা নির্দিষ্ট করে বলা 

যায় না। BSC শেষ করার পর MSC করতে হয়/যায়।

MSC ডিগ্রী সাধারণত বিদেশ থেকে অর্জিত

করতে হয়। এটি সর্বোনিম্ন ১ বছর লাগবে কোর্স 

শেষ করতে। 

Talk Doctor Online in Bissoy App