রাইস কুকার এবং প্রেসার কুকার এর পার্থক্য কি?

কোন টা ক্রয় করলে ভালো হয়?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণত কুকার দুই প্রকার। রাইস কুকার ও প্রেসার কুকার।পার্থক্য হলো ঃরাইস কুকার দিয়ে শুধুমাত্র ভাত রান্না করা যায়।আর প্রেসার কুকার দিয়ে ভাত সহ বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায়। রাইস কুকার বিভিন্ন ব‌্র্যান্ডর রয়েছে। যেমন,সনি, হুনদাই, স্যামস্যাং, প্যানাসোনিক ইত্যাদি। তবে হুনদাই কোরিয়ানটা সবচেয়ে ভালো। দাম সাইজ অনুযায়ী।প্রেসার কুকারের মধ্যে কিয়াম ও গাজীর নাম বেশ পরিচিত।এটাও সাইজ ভেদে দাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ