জিপিতে ৪.৮৭/= তে ২০০ এস এম এস ১/৭/১৫/৩০ যেকোনো মেয়াদে ফ্লেক্সিপ্লান থেকে যেকোনো অপারেটর এ পাঠানোর জন্য কেনা যায়। আমার প্রশ্ন, রবি তে এইরকম ফ্লেক্সিপ্লান এর মতো এপস আছে কি,,,? আর তাছারা, অন্য অপারেটর এ পাঠানোর জন্য সাশ্রয়ী রেট এ কি রবিতে ১০০/২০০/৫০০ এস এম এস কেনা যাবে,,,? গেলে পদ্ধতিটা জানাবেন,,,।
Share with your friends
Sofikul

Call

রবি থেকে অন্য অপারেটর এ পাঠানোর জন্য তিনটি প্যাক আছে।

১। ৪০ এসএমএস ৩ টাকা *৮৬৬৬*৪০# মেয়াদ ১ দিন।

২। ১০০ এসএমএস ১০ টাকা *৮৬৬৬*১০০০# মেয়াদ ১ দিন।

৩। ১০০০ এসএমএস ১৭৩.৯১ টাকা *৮৬৬৬*২০০০# মেয়াদ ১ মাস।

তথ্য সূত্র :

Talk Doctor Online in Bissoy App