৫ টি লিচুর ক্রয়মূল্য ১ টাকা।

১ টি ‍লিচুর ক্রয়মূল্য ১/৫ টাকা

৭ টি লিচুর ক্রয়মূল্য ১ টাকা।

১টি লিচুর ক্রয়মূল্য ১/৭ টাকা।

উভয় দর থেকে (১+১) = ২ টি লেচুর  ক্রয়মূল্য = (১/৫ + ১/৭) টাকা

                                                          = ১২/৩৫ টাকা

               ১ টি লেচুর ক্রয়মূল্য = ১২/৭০ টাকা = ৬/৩৫ টাকা

৬ টি লেচুর বিক্রয়মূল্য ১ টাকা

১ টি লিচুর বিক্রয়মূল্য ১/৬ টাকা

ক্ষতি = ৬/৩৫-১/৬ টাকা

        = ১/২১০ টাকা

৬/৩৫ টাকায় ক্ষতি হয় ১/২১০ টাকা

১ টাকায় ক্ষতি হয় ১/২১০ * ৩৫/৬ টাকা

১০০ টাকায় ক্ষতি হয় ১/২১০ * ৩৫/৬ * ১০০ টাকা

                          = ২৫/৯ টাকা

উত্তর: ক্ষতি হয় ২৫/৯%




ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ