আমি এই বৎসর মাদ্রাসা থেকে মানবিক বিভাগে আলীম (HSC) দিয়েছি। আমি যদি এখন ইচ্ছে করি তবে কী কোনো স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে SSC অথবা কোনো কলেজ থেকে বিজ্ঞান বিভাগে HSC দিতে পারব? কেহ যদি জেনে থাকেন দয়া করে একটু বিস্তারিত জানাবেন।
Share with your friends
Junait

Call

SSC পরীক্ষার বিভাগ নবম শ্রেণীতে থাকতেই

নির্ধারন করা হয়। একবার পরীক্ষা দেওয়া হয়ে

গেলে তখন বিভাগ চেঞ্জ করা যাবে না। বিভাগ

চেঞ্জ করতে হলে পুনরায় রেজিষ্ট্রেশন  করে SSC

পরীক্ষা দিতে হবে (যে প্রতিষ্ঠানে পড়েছিলেন সেখান

থেকে চাইলে নতুন করে SSC তে অংশ গ্রহণ করতে

পারবেন)

HSC পরীক্ষার বিভাগ ভর্তি হওয়ার সময় নির্ধারন

করতে হয়। বেসরকারি  কলেজের ক্ষেত্রে পরবর্তীতে

শর্তাবলি মেনে বিভাগ চেঞ্জ করা যায়।

SSC তে যে বিভাগই থাকুক না কেন HSC  তে

যে কোন বিভাগ এ ভর্তি হতে পারবেন (বেসরকারি

কলেজের ক্ষেত্রে)

Talk Doctor Online in Bissoy App