Share with your friends

সাধারণত ৩জি কভারেজ এরিয়ার বাহিরে থাকলে আপনি ৩জি নেটওয়ার্ক পাবেন না। অনেক সময় ইন্টারনেট সেটিংসেও সমস্যা থাকে। আপনার ফোনের ইন্টারনেট সেটিংসে ৩জি করতে ফোনের Settings এ গিয়ে More এ যান। সেখানে গিয়ে Cellular Network>Preffeered Network type 3G only করে দেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

অব্যশই আপনাকে ৩জি কভারেজ এরিয়ায় থাকতে হবে।আর আপনি ৩জি কভারেজ এরিয়ায় থাকা সত্তেও ৩জি পান নি। তাহলে.... SAMSUNG GLAXY J1 সেটিংস (SETTINGS)>>>>>মোবাইল নেটওয়ার্ক(MOBILE NETWORK)>>>> নেটওয়ার্ক মোড(NETWORK MODE)>>>>>ডাব্লিউসিএমডিউ অনলি(WCMDA ONLY) করে নিন... আশা করি হয়ে যাবে.....

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি খোলা জায়গায় থাকেন কারন নেটওয়ার্ক চলে খোলা জায়গায় তারপর আপনি সেটিংসে গিয়ে 3g করে দেন তাহলে সমস্যা সমাধান হবে।

Talk Doctor Online in Bissoy App