শেয়ার করুন বন্ধুর সাথে

দিন ও রাত আহ্নিক গতির কারণে হয়। পৃথিবীর আপন কক্ষে একটি পাক খাওয়ার ফলে আহ্নিক গতির সৃষ্টি হয়। আর এই আহ্নিক গতির ফলেই একই সময় পৃথিবীর এক অংশে আলো পড়ে ও দিন হয় এবং অপর অংশে আলো পড়ে না। তাই সেখানে রাত হয়।    সুতরাং, আহ্নিক গতির জন্যই পৃথিবীতে দিন ও রাত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ