শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নিমের ডাল দিয়ে দৈনিক ৩ বার মেসওয়াক করুন। আশাকরি, দাঁতের সব সমস্যা সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Babucool

Call

ব্যাথার জন্য গরম পানিতে (হালকা) লবন মিশিয়ে কুলি করেন ।আর মাড়ি ফুললে বা সরে গেলে ভিটামিন সি জাতীয় ফলমুল খান ।আসলে সব পেস্টেই ক্যামিকেল থাকে তাই পেস্টের সাথে নারিকেল তেল মিশালে সমস্যা হবে না ।এতে দাঁত ক্ষয় হবে না ।তাতেও সমাধান না হলে Etorix-90mg tablet টি খেতে পারেন । আশা করি আর ব্যাথা হবেনা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আদাঃ-

এক টুকরো আদা কেটে নিন এবং

যে দাঁতে ব্যথা করছে সে দাঁত

দিয়ে চিবাতে থাকুন। যদি

চিবাতে বেশি ব্যথা লাগে

তাহলে অন্য পাশের দাঁত দিয়ে

চিবিয়ে যে রস এবং আদার পেস্ট

তৈরি হবে সেটা ওই আক্রান্ত

দাঁতের কাছে নিয়ে যান।

জিহ্বা দিয়ে একটু চেপে রাখুন

দাঁতের কাছে। কিছুক্ষণের মাঝেই

ব্যথা চলে যাবে।

রসুন:-

এক কোয়া রসুন থেঁতো করে নিয়ে

দাঁতের ওপর লাগিয়ে রাখুন।

রসুনের সাথে একটু লবণও মিশিয়ে

লাগাতে পারেন।

পেঁয়াজ:-

টাটকা এবং রসালো এক টুকরো

পেঁয়াজ কেটে নিয়ে সেটা

আক্রান্ত দাঁতের ওপর চেপে রাখুন।

পেয়াজের রসটা উপকারে আসবে।

মরিচ:-

শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পেস্ট

তৈরি করে দাঁতের ওপরে দিতে

পারেন। এক্ষেত্রে মরিচের

ভেতরে থাকা উপাদান আপনার

দাঁতের ওই ব্যাথাকে অবশ করে

দেবে। গোলমরিচের গুঁড়োও

ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ