দয়া করে এই কথাটা একটু বুঝিয়ে দিবেন দিলে উপকার হতো।নিমবিজের মিহিগুড়া এই কথাটি বুঝতে পারতেছিনা।
শেয়ার করুন বন্ধুর সাথে

নিমে এক ধরণের ফল হয় যা আঙ্গুরের মত । এই ফলে একটি মাত্র বীজ হয় । এই বীজের চূর্ণকেই নিমবীজের মিহিচূর্ণ বলা হয়েছে । . অর্থাত্‍ ঐ বীজটিকে মিহিন করে গুড়ো করতে হবে , যেরকম শুকনো মরিচ মেশিনে গুড়ো করা হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ