মক্কা যে পৃথিবীর মধ্যবর্তী স্থান কোরআন ও হাদীস থেকে দলীল জানতে চাই৷
শেয়ার করুন বন্ধুর সাথে
RohanJaman

Call

এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। ১৯১৯ সালের গবেষনায় মিশরের পিরামিডকে ‍পৃথিবীর কেন্দ্রস্থল ধরা হয় কিন্তু ১৯৭৩ সালের আরেক গবেষনায় তুর্কিকে পৃথিবীর কেন্দ্রস্থল হিসাবে ধরা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পৃথিবী কোন আয়তাকার/বর্গাকার মাঠ নয় যে এর মধ্যস্থল ভূমিতে কোথাও হবে। . যেহেতু পৃথিবী একটি গোলক , তাই এর মধ্যবর্তী স্থান হলো এর কেন্দ্র ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
VorerAkash

Call

জি  মক্কাকা ই পৃথিবীর উপরিপৃষ্ঠের  কেন্দ্র।

কিভাবে? বিজ্ঞানীরা দেখেছেন, মক্কা হতে উত্তর

মেরুর যে দুরত্ব সেই একই দুরত্ব দক্ষিণ মেরুতেও

আবার পুর্ব মেরু হতে যে দুরত্ব ও পশ্চিম 

মেরুহতেও একই দৃরত্ব।এ সম্পর্কে কুরআন

হাদীসেও বলা আছে, আমার এই মুহুর্তে ঠিক

মনে পড়ছে না। তবে পরে ইনশাআল্লাহ দিবো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ