ব্যাটারিতে mAh 4000, 5000 ইত্যাদি লেখা থাকে । এই mAh মানে কি? আমি কি ৬ ভোল্ট বা ১২ ভোল্টের ব্যাটারি যেগুলোর দাম বাজারে ৩০০ (৬ ভোল্ট) বা ১০০০(১২ভোল্ট) ঐ গুলো ব্যাটারি দ্বারা কি মোবাইলের পাওয়ার ব্যাংক তৈরি করা যাবে। এই সকল pb ব্যাটারিতে (৬-১২ ভোল্ট) mAh কত থাকে?
Share with your friends
Call

4000 mAH মানে হলো ৪ অ্যাম্পিয়ারের একটি লোডকে ১ঘন্টা ধরে চালাতে পারে।সাধারনত বাজারে ১২ ভোল্টের যে ব্যাটারি পাওয়া যায়।তার mah হলো ৭০০০ এবং ৬ভোল্টের যে ব্যাটারি পাওয়া যায় mah হলো 4000।এগুলো দিয়ে ৫ভোল্ট নিয়ে পাওয়ার ব্যাংক বানাতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

বাজারের প্রচলিত 6/12  ভোল্টের ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক বানাতে অবশ্যই রেজিষ্টার ব্যবহ্র করতে হবে। অন্যথায় মোবাইলের ব্যাটারী নষ্ট হয়ে যাবে।


আর মোবাইলের ব্যাটারী সম্পর্কে সাহানুর ভাই যেটা বলছে সেটাই ...

Talk Doctor Online in Bissoy App