যদি ict সৃজনশীল এ ৩০,practical এ ২০, mcq ৬ পাই তাহলে কি pass হওয়া যাবে? please bolen
Share with your friends
Manik Raj

Call

হ্যাঁ,আপনি সৃজনশীলে এবং প্র্যাকটিকেলে উত্তীর্ণ হবেন।

কিন্তু নৈর্ব্যক্তিকে আপনাকে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন

সঠিক ৮ টা,যেখানে আপনার দু'টির ঘাটতি রয়েছ।

উক্ত সাবজেক্টে উত্তীর্ণ হওয়ার চেয়ে অনুত্তীর্ণ হওয়ার

সম্ভাবনাই অধিকাংশ। তবে,যারা রেজাল্ট তৈরি করেন

তারা চেষ্টা করেন কোনো ছাত্র-ছাত্রী ১-২ নাম্বারের জন্য 

যেনো অনুত্তীর্ণ না হয়। পাস করানোর চেষ্টা করেন।


আলাদা আলাদা পাস করতে হবে বলতে:

বাধ্যতামূলক আপনাকে সৃজনশীলে এবং নৈর্ব্যক্তিকে

দু'টাতে আলাদা আলাদাই উত্তীর্ণ হতে হবে সুতরাং

প্র্যাকটিকেলে অনুত্তীর্ণ হলেও কোনো সমস্যা নেই।


আচ্ছা আপনি কি শিউর যে আপনার ৬ টা 

নৈর্ব্যক্তিক সঠিক হবে?

Talk Doctor Online in Bissoy App