সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।অর্থাৎ তারা নিজের জ্ঞানে জ্ঞান আহরণ করেছে।একজন মানুষের অনেক প্রতিফা থাকে।যা শুধু তার পাঠ্য বই পড়ে শেষ হয় না।সে আরও জানতে চায়।সে বিভিন্ন বই পড়ে নিজে জ্ঞান অর্জন করে।যারা বই পড়ে এবং বুঝে জ্ঞান অর্জন করে তারাই সুশিক্ষিত।আর যারা না বুঝে পড়া মুখস্থ করে তারা কখনো শিক্ষিত না।তাইতো প্রমথ চৌধুরি লাইব্রেরি একটি বার্ষিক সভায় বলেছিলেন 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ