একটি মহিষ ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি মহিষটি ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ৮% লাভ হতো। তাহলে মহিষটির ক্রয়মূল্য কত?


শেয়ার করুন বন্ধুর সাথে

৮% ক্ষতিতে বিক্রয় মুল্য ৯২ টাকা ৮% লাভে বিক্রয় মূল্য ১০৮ টাকা (১০৮-৯২)=১৬ টাকা বেশিতে বিক্রয় করলে ৮০০ টাকা বেশিতে বিক্রয় করতে হত ১৬%= ৮০০ বা,১%=৮০০/১৬ বা, ১০০%=৮০০/১৬*১০০ =৫০০০ টাকা মহিষটির ক্রয়মূল্য ৫০০০ টাকা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ