ইসলাম বলতে কি বুঝায় তা আমরা কয়জন মুসলিম ঠিকমতো জানি? আসুন এবার দেখি ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দটির শব্দমূল হলো আল-সিলম্, যার অর্থ হলো আত্মসমর্পণ(Submission)। আর ইসলাম বলতে বুঝায় আল্লাহ্র ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। মহাবিb. শ্বের সকল জড় বস্তু ও প্রানী (শুধু মানুষ ও জ্বীন ছাড়া) আল্লাহ্র ইচ্ছার কাছে সম্পূর্ন আত্মসমর্পণ করেছে। আল্লাহ্ সূর্যকে যে নিয়মে বেঁধে দিয়েছেন সে সেই নিয়মে আল্লাহ্র কাছে নিজেকে সমর্পণ করেছে, পানি আল্লাহ্র ইচ্ছাতেই বয়ে চলে, জমাট বাঁধে, বাষ্প হয়। আমরা মানুষরা অনেক ক্ষেত্রে ইচ্ছাতেই হোক আর অনিচ্ছাতেই হোক সম্পূর্নভাবে আল্লাহ্র কাছে আত্মসমর্পণ করি – যেমন ক্ষুধা পেলে আমরা খাই, ঘুম পেলে ঘুমাই, বাথরুম চাপলে বাথরুমে যাই। আমাদের আত্মসমর্পণের বাকী অংশগুলো আল্লাহ্ আমাদের ইচ্ছাশক্তির উপর ছেড়ে দিয়েছেন। সে ইচ্ছাশক্তি শুধু এদিক সেদিক দৌড়ে চলে যেতে যায়। আমরা যদি জোর করে তাকে ধরে আল্লাহ্র হুকুমের কাছে আত্মসপর্ণ করাই তবেই আমরা মুসলিম। জিব্রাইল(আ) এর হাদিস আমাদের বলে দেয় মুসলিম হওয়ার সর্বনিম্ন কোয়ালিফিকেশন – মহান আল্লাহকে সর্বশক্তিমান প্রতিপালক বলে মনেপ্রানে বিশ্বাস করলে, রাসূলুল্লাহ(সা) যেভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়লে, রমজান মাসে রোজা রাখলে, যেভাবে যাকাত দিতে বলেছেন সেভাবে দান করলে, বুড়ো বয়সের জন্য অপেক্ষা না করে সামর্থ্য হওয়ার সাথে সাথেই হজ্জ করলে – কমপক্ষে এই পাঁচটি কাজ আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকলে আমরা মুসলিম হতে পারবো। তারা কি আল্লাহ্র দ্বীন ছাড়া অন্য কোন পথ কামনা করছে? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুই তাঁর কাছে ইচ্ছায় বা অনিচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং তাঁরই দিকে সব ফিরে যাবে। (সূরা আলে ইমরান ৩:৮৩) সৃষ্টির আদি থেকে শুরু করে আল্লাহ যুগে যুগে নবী-রাসূলদের পাঠিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হলেন মুহাম্মদ(সা)। আমরা যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মাদ(সা) যেটা ভালো বলেছেন সেটাকে ভালো, আর উনি যেটাকে মন্দ বলেছেন সেটাকে মন্দ বলে মেনে নিয়ে নিজেকে সমর্পণ না করে দিবো ততক্ষণ পর্যন্ত আমরা মুসলিম হতে পারবো না। এ কথা সত্য যে নিজের লোভ- লালসা নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা হয়তো অনেক সময়ই পাপ কাজ করে ফেলবো, কিন্তু মুসলিম (আত্মসমর্পণকারী) সে ব্যক্তি যে নিজের সীমাবদ্ধতাকে আল্লাহ্র কাছে স্বীকার করে ক্ষমা চায় এবং বার বার চেষ্টা করে আল্লাহ্র হুকুমের কাছে নিজেকে সঁপে দিতে। আল্লাহ্র অবাধ্যতা সে হয়তো পুরোপুরি ছাড়তে পারে না, কিন্তু সে দৃঢ়ভাবে বিশ্বাস করে সে যা করছে তা ঠিক হচ্ছে না, আল্লাহ ও রাসূল(সা) যেটা বলেছেন সেটাই সবচেয়ে সঠিক। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপারে হলো যে ‘ইসলাম’ শব্দটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মৃত্যুর সাথে। কারণ, আরবীতে ‘আসলামা’ শব্দের অর্থ হলো মৃত্যু। ‘আসলামা নাফসুহু’ বলতে বুঝায় আত্মার আত্মসমর্পণ (To give up the soul)। মৃত্যুর ফেরেশতা চলে আসলে যে ব্যক্তি অমুসলিম সে তখনো গোয়ার্তুমী করতে থাকে, আল্লাহ্র কাছে নিজের আত্মাকে সমর্পণ করতে চায় না। ফলে, ফেরেশতারা টেনে টেনে তার শরীরের রগ ছিন্ন-ভিন্ন করে জোর করে তার আত্মাকে তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। যে ব্যক্তি সারাজীবন আল্লাহ্র ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেনি, সে মৃত্যুর সময়েও আত্মসমর্পণ করতে চাইবে না। অন্যদিকে, মুসলিম হলো সেই ব্যক্তি যার মৃত্যু ঘনিয়ে আসলে সে তার আত্মাকে সহজেই সমর্পণ করে দেয়। ফলে তার জান তার শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেভাবে কলসির মুখ দিয়ে পানি বেরিয়ে আসে। সারা জীবন যার দ্বীন ছিলো ইসলাম (আত্মসমর্পন), মৃত্যুর সময়েও তার দ্বীন হবে ইসলাম। বাংলাদেশে জন্মালেই বাংলাদেশী হওয়া যায়, চৌধুরী সাহেবের ঘরে জন্মালেই নামের শেষে চৌধুরী বসানো যায়, কিন্তু শুধু মুসলিম পরিবারে জন্মানোর কারণেই কারো দ্বীন ইসলাম হয় না। মুসলিমকে মনেপ্রাণে বিশ্বাস রাখতে হয় যে সব ধর্ম সমান না, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য নয়। কেউ যদি মনে করে আজ আমি হিন্দুর ঘরে জন্মালে হিন্দু হয়ে থাকতাম, খ্রীষ্টানের ঘরে জন্মালে খ্রীষ্টান হয়ে থাকতাম – একই তো কথা – সে তাওহীদ কি তাই বুঝতে পারে নি, এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মিষ্টি স্বাদ সে পায়নি, মুসলিম পরিবারে জন্মালেও তার দ্বীন ইসলাম না। নামের আগে মুহাম্মাদ, ঈদের সময় ঈদের নামাজ আর শুক্রবারের জুমু’আর নামাজ মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। মুসলিম হতে হলে নিজেকে আল্লাহ্র দাস মনে করে পরিপূর্নভাবে আত্মসমর্পণ করতে হয়, নিজের মনে যা চায় তার উপর আল্লাহ্র হুকুমকে প্রাধান্য দিতে হয়, পালন করতে না পারলে মনে আফসোস থাকতে হয়। মানুষের চোখে মুসলিম হয়ে বেঁচে থেকে কি লাভ যদি আমরা আল্লাহ্র কাছে মুসলিম হিসাবে ফিরে যেতে না পারি? তুমি কি লক্ষ্য করেছ তাকে যে তার খেয়াল-খুশীকে নিজের উপাস্য করে নিয়েছে? – (সূরা জাসিয়াহ ৪৫:২৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ