Call

সিলভেস্টার পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যা করনীয়: *রোগীকে প্রথমে চিৎ করে শোয়াতে হবে। রোগির ঘাড়ের নিচে বালিশ দিতে হবে মাথা নিচে নয় এবং জামা কাপড় খুলে বাতাশ আসার ব্যবস্থা করতে হবে। *দুই হাতের কনুই সজোরে উপরের দিকে টেনে তুলতে হবে এবং বুকের পাশে রাখতে হবে। যাতে বুকের দুপাশে চাপ পড়ে। *এভাবে ৫ সেকেন্ড চাপ পড়বে এবং ছাড়তে হবে। *নাকের কাছে একটুকরে কাপড় দিয়ে দেখতে হবে শ্বাস হচ্ছে কিনা। শ্বাস না চালু হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ