শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বই টইয়ে অনেক কথাই থাকে- একটা বই ও আছে নাম হল “Manage your Boss” না কি যেন। যাই হোক আসল কথা হল তত্ত্ব কথা বলে লাভ নাই। নিচের কাজগুলা করলে কিছুটা হইলেও কাম হইতে পারে- ১. বসকেই হ্যাঁ বা না কইতে দেন, উনি হ্যাঁ কইলে ভাব দেখান আপনিও এইটাই ভাবছিলেন ২. অফিসে ঠিক টাইমে যান, বস দেরী করে আসলে তারে ফোন দিবেন না। যদি কাজ থাকে তাও না। বসেরা বলে এই আমি কিন্ত ফোন এ available, আসলে মন থেকে বলে না। যদি বুঝেন একান্তই দরকার, তখন দেন তাও ভূমিকা কইরা...”বস আপনার মনে হয় শরীরটা খারাপ, বিরক্ত করলাম” ইত্যাদি ৩. কোন সময় এ বসের রুমে যাইবেন, বুঝতে হবে। মুড বুঝা খুব ইম্পরট্যান্ট ৪. কোন ডাটা নিয়া যাবেন না বস এর কাছে, কইবেন এইটা ইনফরমেশন। ভাব দেখাবেন আপনার তথ্য মোটামুটি নির্ভরযোগ্য। যেমন- কোন বসকে পারসেন্ট বলতে গেলে ৮০% বললে যতটা না লাভ হবে, তা থেকে ;আভ হবে যদি বলেন ৭৯.৩% ৫. সমস্যাকে সমস্যার সুরে না বলেন বলেন সমাধান এটা হতে পারে ৬. মিটিংয়ে বসকেই বেশি কথা বলতে দেন, সিদ্ধান্ত নিতে দেন তাকেই। মুখে বলেন আমাদের সিদ্ধান্ত। ৭. যেটা করতে পারবেন না, তা promise করবেন না, underpromise করেন, বকা খাইলেও লাভ আছে ৮. সব অফিসে বস এর কিছু পেয়ার এর লোক থাকে, তাদের কাছে কোন সমালোচনা করবেন না ৯. বস এর ভাও বুঝে কথা বলেন, ধরেন উনি খেলা পছন্দ করলে খেলা নিয়ে, ঈদে বাড়ি যাইতে চাইলে টিকেট পাওয়া নিয়ে আলাপ করেন, আর্জেণ্টিনা পছন্দ করলে পারতপক্ষে ব্রাজিল নিয়ে কথা বলার দরকার নাই সর্বোপরি তেল মারার অভ্যাস একদম না থাকাটা খারাপ, তেল সবাই খায়। একবার এক বসকে বলছিলাম, “বস আপনার সবচেয়ে ভাল গুন হল আপনি তেল খান না”। বস তেলটা ভালই খাইছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ