আসলে স্ত্রীর জরায়ুর গভীরতা ও স্বামীর লিঙ্গের সাইজের ভিন্নতার কারনে কখনোই কোন সমস্যা হয়না । আর আমার মনে হয় , "স্ত্রীর জরায়ুর গভীরতা ৫ইঞ্চি " বলতে আপনি যোনী পথকে বুঝাতে চেয়েছেন । জরায়ু হচ্ছে বাচ্ছা ধারনের থলি বা বাচ্ছাদানী। সহবাসের সময় লিঙ্গ ধারনের অংশটার নাম যোনী , ইংরেজিতে ভ্যাজিনা। কথা হল যে রাস্তা বা পথ দিয়ে লিঙ্গ প্রবেশ করে ঐ যোনী পথ লম্বায় ৩ থেকে ৪ ইঞ্চি হয়ে থাকে । আর এটার অগ্রভাগ শুরুতে সরু হয়ে জরায়ুর কাছে গিয়ে বেশ চওড়া হয়ে যায় ।যোনী পথের ভিতরের দিকটাতে ইলিস্টিক বা রবারের মতো টিস্যু থাকে তাই ইহা অতিশয় সম্প্রসারণশীল । পুরা যোনীপথে অনেকগুলো লম্বা ভাঁজ থাকে তাই প্রয়োজনে সম্প্রসারিত হয়ে লম্বা ও চওড়ায় বৃদ্ধি পেতে পারে, এ জন্যই মোটা লিঙ্গ ধারণ কিংবা সন্তান প্রসবের সময় কোন আসুবিধা হয়না । আর যে কোন সাইজের /আয়তনের লিঙ্গকে যোনী স্বাভাবিক ভাবেই গ্রহন করতে পারে । আর একটি কথা উল্লেখ্য যে , একাধিক পুরুষের সাথে এবং মাত্রাতিরিক্ত সহবাস বা পতিতা বৃত্তির কারনে যোনীপথের ভাঁজ ও টিস্যু সিথিল হয়ে গেলে সে ক্ষেত্রে পুরুষ যৌন আনন্দ কম পায় ।মোট কথা লম্বা লিঙ্গের কারনে ৯০ ভাগ ক্ষেত্রে কোন সমস্যা হয় না । সবাইকে ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ