শেয়ার করুন বন্ধুর সাথে

http://cdn.risingbd.com/assets/2016March/resizedImages_400X250/international1457200896.jpg বিমানের উড্ডয়ন ও অবতরণের সময় যখন হু হু করে জানালার ওপাশের ঘরবাড়ি, গাছপালা দৃষ্টি থেকে সরে যেতে থাকে তখন অনেক যাত্রীই নার্ভাস হয়ে পড়েন এবং প্রায়ই প্রশ্ন করে বসেন, কেন আমার জানালাটা খোলা রাখা হয়েছে? বন্ধ করা যায় না এটি? অনেক যাত্রী আবার নিজে নিজেই ভেবে বের করেছেন, বোধ হয় প্লেনের চাকা মাটি স্পর্শ করার সময় তাদের সতর্ক রাখার জন্যই জানালাটি খুলে রাখা হয়। কিন্ত ব্যাপারটি যাত্রীরা যা ভাবছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ! সম্প্রতি বিমানের নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রকৃত কারণ জানিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক, আসল ব্যাপারগুলো- আকাশ ভ্রমণবিষয়ক নিরাপত্তা কর্মকর্তা স্মরণ উদয় কুমার কিউরা বিমানযাত্রীদের উদ্দেশে জানিয়েছেন, গোলযোগপূর্ণ মূহূর্তে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য এবং বিমান খালি করার জন্য মাত্র ৯০ সেকেন্ড সময় পাওয়া যায়। এই ৯০ সেকেন্ড সময়ের প্রতিটা সেকেন্ড মূল্যবান! এই সময়ের মধ্যে যাত্রীদের প্রস্তুত হওয়ার জন্য এবং উদ্ধারকারীরা যেন জানালা দিয়ে বিমানের ভেতরের অবস্থা দেখতে পারেন, সে জন্য উড্ডয়ন ও অবতরণের সময় বিমানে জানালা খোলা রাখা হয়। তিনি আরো জানান, যাত্রীরা সাধারণত কৌতূহলি হয়ে থাকেন। ফলে বাইরে কোনো গোলযোগ হচ্ছে কি না তা অনেক সময় তাদেরই আগে চোখে পড়ে এবং এমনও হয়েছে, তারা আগে দেখে স্টাফদের সমস্যার বিষয়ে অবহিত করেছেন। এ ছাড়া যদি বিমান খালি করার প্রয়োজন দেখা দেয়, তাহলে স্টাফরা বাইরের পরিস্থিতি দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, কীভাবে কাজটি করতে হবে বা কোনো দরজা ব্যবহার করা সুবিধাজনক হবে। আরেকজন উড্ডয়ন বিশেষজ্ঞ ডেভিড রবিনসন আরো জানান, ‘পরিস্থিতি যদি এমন হয় যে, বিমানটি কোনো অন্ধকার স্থানে বিপর্যয়ের মুখে পড়েছে এবং আপনার হাতে ৯০ সেকেন্ড সময় আছে বেরিয়ে যাওয়ার জন্য, তাহলে জানালা খোলা থাকলে বাইরে থেকে আসা আলো আপনাকে ১০০০ গুণ বেশি কাজ করার সুযোগ ও অনুপ্রেরণা দেবে। আপনি দ্রুত বিমান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন। একজন পাইলট ক্যারে লোসে বলেন, এ রকম অনেক সময় এসেছে, বিমানের ডানায় কোনো সমস্যা বা ধোঁয়া দেখে গেছে এবং যাত্রীরাই তা প্রথমে খেয়াল করেছেন। এমন ঘটন সংখ্যায় খুব কম হলেও ঘটে। অনেক সময় যাত্রীদের তাদের সামনের টেবিল ভাঁজ করে রাখতে এবং সিটবেল্ট শক্ত করে বাঁধতে বলা হয়, যাতে প্রয়োজন পড়লে দ্রুত বেরিয়ে পড়তে পারেন তারা। জরুবি মূহূর্তে সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো নিজের ওপর নিয়ন্ত্রন রাখা। ২০০৯ সালে ফ্লাইট১৫৪৯ নিউ ইয়র্কের হাডসন নদীর ওপর আছড়ে পড়ে। যাত্রী ও ক্রুদের পারস্পরিক সহযোগিতায় ১৫০ জন যাত্রীর সবাই অক্ষতভাবে উদ্ধার পেয়ে যান। যেটাকে নিউ ইয়র্কের মেয়র আখ্যা দেন ‘মিরাকেল অন হাডসন’ বলে। মোদ্দা কথা হলো, বিমানে ভ্রমণকালীন আপনার পাশের জানালাটি খুলে রাখা আপনার জন্যই জরুরি। যখন ভ্রমণ করবেন, তখন ব্যপারটি মাথায় রাখলে অনেক বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতে পারেন বৈকি! সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবতরণের সময় একটি বিমানে আগুন লেগে যায়। গত বছরের মাঝামাঝি ভারতে বিমান উড্ডয়ন ও অবতরণের সময়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তা ছাড়া কিছু ক্ষেত্রে অবতরণের সময় রানওয়ে থেকে বিমান ছিটকে যায়। এমন ঘটনা বাংলাদেশেও ঘটে থাকে। ফলে উড্ডয়ন ও অবতরণের সময় জানালা খোলা থাকে যেন যাত্রীদের দ্রুত বিমান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ